BCS General Science Note PDF | বিসিএস সাধারণ বিজ্ঞান নোট পিডিএফ
বিসিএস প্রিলিমিনারিতে সাধারণ বিজ্ঞান থেকে ১৫ মার্কের প্রশ্ন করা হয়। এতে বিজ্ঞান কে তিন ভাগে ভাগ করা হয়। এটার জন্য নানা বই পড়া হয়। কিন্তু বোর্ড বই গুলো সব সময় পড়া হয় না। অথচ বোর্ড বই থেকে ছোট ছোট বিষয় গুলো পরীক্ষায় দেওয়া হয়। এ জন্য অনেক পড়েও প্রশ্ন পারা যায় না।
তাই বোর্ড বই পড়া প্রয়োজন। অনেক সময় বোর্ড বই সংগ্রহে থাকে না। যাদের বোর্ড বই কাছে নাই তারা এই পিডিএফটা পড়ে ফেলুন। বোর্ড বই থেকে ৩৮ বিসিএস এর সময় করা নোট যা সব সময় কাজে লাগবে।


0 Comments