বর্তমান সময়ে ব্যাংক জবের সার্কুলার যেমন খুব দ্রুত হচ্ছে তেমন আবেদন প্রক্রিয়া শেষ করতে গিয়ে আমাদের অনেক সমস্যার মাঝে পরতে হচ্ছে। আজ কিছু সাধারন জিজ্ঞাসা আর সমস্যার সমাধান এখানে আলোচনা করলাম যা বিভিন্ন সময়ে আপনার কাজে লাগবে।
- Main Website [ https://www.bb.org.bd ]
- Recruitment Website [ https://erecruitment.bb.org.bd ]
২. নতুন সিভি তৈরি করার জন্য এড্রেস কোনটা?
- [ https://erecruitment.bb.org.bd/onlineapp/appform.php ]
৩. ব্যাংকার সিলেকশন কমিটি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির লিংক?
- [ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php ]
৪. বাংলাদেশ ব্যাংকের যে সিভি করা ছিল তার ছবি পুরাতন হয়ে গেছে, আগে দাড়ি ছিলো না কিন্তু বর্তমানে দাড়ি আছে, নতুন করে ছবি দিতে চাই এখন কি করবো?
- বাংলাদেশ ব্যাংকে জবের জন্য করা সিভির ছবি পরিবর্তন করা যায় না। যদি বিশেষ প্রয়োজন হয় তাইলে বাংলাদেশ ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। অথবা আপনার প্রোফাইলে বর্তমানে যদি কোনো ইনভ্যালিড ছবি (যেমন ভুলে অন্য কারও বা অন্য কিছুর ছবি, অথবা ব্ল্যাঙ্ক ছবি) থাকে, তাহলে [ oa.query@bb.org.bd ] এই ঠিকানায় আপনার সমস্যার কথা জানিয়ে ই-মেইল করুন। ইমেইলের সাথে আপনার ছবি পাঠাতে হবে না। ফিরতি ইমেইলে আপনাকে জানানো হবে, কিভাবে কী করতে হবে।
৫. কি ভাবে ট্র্যাকিং পেজ ডাউনলোড করবো?
-ট্র্যাকিং পেজ ডাউনলোড করতে:
[ https://erecruitment.bb.org.bd/onlineapp/printtracking.php ]
এই লিঙ্কে গিয়ে "Search by CV Identification Number" লেখাতে ক্লিক করে আপনার আবেদন করা পদের নাম সিলেক্ট করে, আপনার সিভি আইডেন্টিফিকেশন নম্বর ও পাসওয়ার্ড লিখে সাবমিট করলে আপনার ট্র্যাকিং আইডি পেজ show করবে। পেজটি ডাউনলোড বা প্রিন্ট করে নিন।
৬. সিভি আইডেন্টিফিকেশন নম্বর জানি, কিন্তু পাসওয়ার্ড ভুলে গিয়েছি, কী করবো?
- [https://erecruitment.bb.org.bd/onlineapp/resetpassword.php]
এই লিঙ্কে গিয়ে আপনার সিভি আইডেন্টিফিকেশন নম্বর, জন্ম তারিখ ও ইমেইল এড্রেস পূরণ করুন। আপনার ইমেইল এড্রেসে আপনার পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে।
৭. সিভি আইডেন্টিফিকেশন নম্বর ভুলে গিয়েছি, কিভাবে উদ্ধার করবো?
- [ https://erecruitment.bb.org.bd/onlineapp/searchcvtrackid.php]
৭. সিভি আইডেন্টিফিকেশন নম্বর ভুলে গিয়েছি, কিভাবে উদ্ধার করবো?
- [ https://erecruitment.bb.org.bd/onlineapp/searchcvtrackid.php]
এই লিঙ্কে গিয়ে আপনার নাম, বাবা-মায়ের নাম, জন্ম-তারিখ, পাসওয়ার্ড লিখে সাবমিট করুন।
৮. সিভি এডিট করতে চাই, কিভাবে করবো?
- [ https://erecruitment.bb.org.bd/onlineapp/front_resume.php ]
এই লিঙ্কে গিয়ে আপনার সিভি আইডেন্টিফিকেশন নম্বর ও পাসওয়ার্ড লিখে সাবমিট করুন। সিভি এডিট পেজে পৌছে যাবেন।
৯. ট্র্যাকিং আইডি'র পেজটা সেভ করতে পারিনি, কিভাবে করবো?
- [ https://erecruitment.bb.org.bd/onlineapp/printtracking.php ]
৮. সিভি এডিট করতে চাই, কিভাবে করবো?
- [ https://erecruitment.bb.org.bd/onlineapp/front_resume.php ]
এই লিঙ্কে গিয়ে আপনার সিভি আইডেন্টিফিকেশন নম্বর ও পাসওয়ার্ড লিখে সাবমিট করুন। সিভি এডিট পেজে পৌছে যাবেন।
৯. ট্র্যাকিং আইডি'র পেজটা সেভ করতে পারিনি, কিভাবে করবো?
- [ https://erecruitment.bb.org.bd/onlineapp/printtracking.php ]
এই লিঙ্কে গিয়ে আপনার সিভি আইডেন্টিফিকেশন নম্বর অথবা ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন। ট্র্যাকিং আইডি'র পেজটা শো করবে। ডাউনলোড বা প্রিন্ট করে রাখুন।
১০. আমার দুইটা সিভি আছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। আমি কোনটা দিয়ে এপ্লাই করবো?
- আপনার সিভি আইডেন্টিফিকেশন নম্বর দুটি লিখে [ oa.query@bb.org.bd ] তে ইমেইল সেন্ড করুন। ইমেইলে উল্লেখ করুন যে আপনি ভুল বশত দুই বার আলাদা ভাবে সিভি তৈরি করেছেন এবং এখন একটি সিভি রিমোভ করা প্রয়োজন। আপনি কোন সিভি টি রাখতে ইচ্ছুক এবং কোনটি রিমোভ করতে হবে তাও উল্লেখ করুন।
১০. আমার দুইটা সিভি আছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। আমি কোনটা দিয়ে এপ্লাই করবো?
- আপনার সিভি আইডেন্টিফিকেশন নম্বর দুটি লিখে [ oa.query@bb.org.bd ] তে ইমেইল সেন্ড করুন। ইমেইলে উল্লেখ করুন যে আপনি ভুল বশত দুই বার আলাদা ভাবে সিভি তৈরি করেছেন এবং এখন একটি সিভি রিমোভ করা প্রয়োজন। আপনি কোন সিভি টি রাখতে ইচ্ছুক এবং কোনটি রিমোভ করতে হবে তাও উল্লেখ করুন।
এ ধরনের আরো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন।


1 Comments
Reference কি দিতে হয়?
ReplyDelete