"কোটেশন কালেকশন"
আপনার লিখিত পরীক্ষার ক্ষেত্রে উত্তর পত্রের সৌন্দর্য্য বৃদ্ধি ও বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে "কোটেশন" এর ব্যবহার অত্যন্ত জরুরি।
আপনি লেখা শুরুই করতে পারেন একটা কোটেশন দিয়ে।আবার উত্তরের মাঝে কিংবা শেষে সুবিধামতো উপযোগী কোটেশন ব্যবহার করতে পারলে নাম্বার অধিক পাবেন এটা নিশ্চিত করেই বলা যায়।
এবার শুনুন কাজের কথা।বিসিএস ব্যাংক সহ অন্যান্য লিখিত পরীক্ষায় যে সকল ট্রপিক্স থেকে প্রশ্ন আসে (যেমন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে বা সমসাময়িক কোন বিষয় নিয়ে জাতিসংঘ, বিশ্বব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ও গুরত্বপুর্ন ব্যাক্তির মন্তব্য।) সে গুলো খাতায় নোট করে নেওয়া।
এখন আপনার নোটের জন্য যেখানেই গুরুত্বপূর্ণ কোটেশন পাবেন, সেগুলো টপিকস অনুসারে নোট খাতায় লিখে রাখা। এছাড়া পত্রিকাতে কোন রাজনৈতিক ব্যক্তি,অর্থনীতিবিদ,বিশ্বনেতৃবৃন্দ,বৈজ্ঞানিকের গুরুত্বপূর্ণ উক্তি পেলে টপিকস অনুসারে নোট খাতায় লিখে ফেলা।
এছাড়া বিভিন্ন কবি,সাহিত্যিকের উপন্যাস,গল্প,কবিতার অংশ নোট করে রাখা।
আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক,অর্থৈনিতিক বা অন্যান্য বিষয়ের বিশ্লেষকদের নাম সহ উক্তি সংগ্রহ করে রাখা।
সবচেয়ে বড় ব্যাপার,উত্তরপত্রে এই কোটেশনগুলো সঠিকভাবে সঠিক স্থানে ব্যাবহার করা।এ ক্ষেত্রে কোটেশন টা কার এবং কোটেশন এর উৎসটা ব্যবহার করা উচিত।সঠিকভাবে কোটেশন সংগ্রহ এবং উত্তর পত্রে সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভাল নম্বর আশা করা যায়।
কিছু গুরত্বপুর্ন কোটেশন আপনাদের জন্য সাজিয়ে দেওয়া হল। প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবেন।
কোটেশন কালেকশন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
"আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি এ দেশের মানুষের অধিকার চাই।"
"আমাদের চাষীরা হল সবচেয়ে দুঃখী ও নির্যাতিত এবং তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে।"
"আর সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। মুসলমান তার ধর্মকর্ম করবে। হিন্দু তার ধর্মকর্ম করবে। বৌদ্ধ তার ধর্মকর্ম করবে।কেউ কাউকে বাধা দিতে পারবে না। কিন্তু ইসলামের নামে আর বাংলাদেশের মানুষকে লুট করে খেতে দেওয়া হবে না।"
"আমার দেশে স্বাধীন দেশ। ভারত হোক ,আমেরিকা হোক, রাশিয়া হোক, গ্রেট ব্রিটেন হোক কারো এমন শক্তি নাই যে, আমি যতক্ষন বেঁচে আছি ততক্ষন আমার দেশের অভ্যান্তরীন ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে।"
"বিশ্বের কোন শক্তিই আর বাঙালীদের দাসত্বের শৃঙ্খলে আটকে রাখতে পারবে না।"
- ১৭ ফেব্রুয়ারি ১৯৭২।
" আমরা গনতন্ত্র চাই কিন্তু উসৃঙ্খলা চাই না, কারও বিরুদ্ধে ঘৃণা সৃটি করতে চাই না। অথচ কোন কাগজে লেখা হয়েছে মুসলমানকে রক্ষা করার জন্য সংঘবদ্ধ হও। যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করে আমার দেশের মানুষ রক্ত দিয়েছে , এখানে বসে কেউ যদি তার বীজ বপন করতে চায় তাহলে তা কি আপনারা সহ্য করবেন?"
"শেষ নিঃশ্বাস ত্যাগের সময়ও কালেমা পাঠের সঙ্গে আমি জয়বাংলা উচ্চারণ করবো।"
- ১৯ মার্চ ১৯৭১ সাংবাদিকদের প্রশ্নের জবাবে।
"This may be my last message to you. From today Bangladesh is independent."
- 26 March 1971
"বাংলার মাটি দুর্জয় ঘাঁটি জেনে নিক দুর্বৃত্তেরা "
"এখন যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা হরন জরতে চায়, তাহলে সে স্বাধীনতা রক্ষা করার জন্য মুজিব সর্ব প্রথম তার প্রান দেবে।"
"আমি সব ত্যাগ করতে পারি , তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না।"
"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।"
"এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে।"
"সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন। তাই মাটি ও মানুষকে কেন্দ্র করে গণমানুষের সুখ শান্তি ও স্বপ্ন এবং আশা-আকাঙ্খাকে অবলম্বন করে গড়ে উঠবে বাংলার নিজস্ব সাহিত্য-সংস্কৃতি।"
কোটেশন কালেকশন - মুক্তিযুদ্ধ
"আমি, মেজর জিয়া, বাংলাদেশ লিবারেশন আর্মির প্রাদেশিক কমাণ্ডার-ইন-চিফ, শেখ মুজিবর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি।"
- জিয়াউর রহমান
"We are small country, we want friendship to all and malice to none."
- Sheikh Mujibur Rahman
"If blood is the price of independence, Bangladesh has paid the highest price in the history."
- London Times (1971)
"7, march declaration compares to magnacarta"
- BBC
"স্বাধিকার সংগ্রাম থেকেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আজ যদি সেই জাতীয়তাবাদী চেতনা বিসর্জন দিয়ে পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরন করি তা আমাদের চরম দীনতা ও নৈতিক পরাজয়।আমাদের বিশ্বায়নের প্রয়োজন নেই, প্রয়োজন বাংলায়ন"
- সৈয়দ আবুল মকসুদ
"বাংলাদেশের গর্ব মুক্তিযোদ্ধারা, যারা নিজের জীবন দিয়ে বাংলাদেশ নামক একটি দেশের জন্ম দিয়েছে।"
- টিউলিপ সিদ্দিক
"Six point demand was the survival of the Bengalis."
"৭ মার্চের ভাষন আসলে স্বাধীনতার মুল দলিল। "
- নেলসন ম্যান্ডেলা
"1969 mass uprising was preamble to liberation war."
- The Daily Star, 2016
কোটেশন কালেকশন - স্বাধীনতা
"অনেক রক্ত আর ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। কাজেই এ দায়িত্ব পালনে সেনাবাহিনীর সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে। যাতে এই স্বাধীনতা নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে।"
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
"এখনতো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ! এই দুর্ভিক্ষের কোন ছবি হয়না।"
- জয়নুল আবেদিন
"আজ কিছু কথা পরিষ্কার করে বলি।আমরা সবাইকে বিনোদন দেই।আমরা প্রকৃতঅর্থে বীর নই। আমাদের সত্যিকার বীর হচ্ছেন মুক্তিযোদ্ধারা। আমরা দেশের জন্য কোন কিছু বিসর্জন দিই নি, মুক্তিযোদ্ধারা দিয়েছেন।আমাকে ভূল বুঝবেননা ক্রিকেট কিন্তু জীবনের সবকিছু নয়। আমরা শুধুমাত্র চেষ্টা করি আমাদের দেশের মানুষকে খুশী করতে।"
- মাশরাফি বিন মর্তুজা
"মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সমর্থনকারী ‘শক্তিধর দেশের’ শিকার হয়েই বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে।"
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোটেশন কালেকশন -বাংলাদেশ
"বিশ্ব বানিজ্যে উদ্বেগ থাকলেও বাংলাদেশের রফতানির ভবিষ্যৎ উজ্জ্বল।"
ডগলাস লিপল্ড, এইচ এস বি সি এর প্রধান অর্থনীতিবিদ
"দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশই সেরা"
-প্রণব মুখার্জি
"বাংলাদেশে দ্রুত দরিদ্র লোকের সংখ্যা কমছে।"
- জাতিসংঘ
"দেশের অর্থনীতি এখন অন্য সময়ের চেয়ে অনেক শক্তিশালী, বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা।"
- প্রধান মন্ত্রী WEF সম্মেলনে
"উদপাদন শীলতার ধারাবাহিকতায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ন"।
- প্রধানমন্ত্রী
"দূর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল।"
- প্রধানমন্ত্রী
"গত এক দশকে বাংলাদেশের কর্ম সংস্থানের হার বেড়েছে,কমে আসছে মজুরি ব্যাবধানও।"
- বিশ্বব্যাংক
"রেমিটেন্স আহরনে শীর্ষ দশ দেশের একটি বাংলাদেশ।"
- বিশ্বব্যাংক প্রতিবেদন
"নারীদের ঘর থেকে বের হওয়ার স্বাধীনিতায় শীর্ষ দেশগুলোর অন্যতম বাংলাদেশ।"
- বিশ্বব্যাংক প্রতিবেদন
"প্রবৃদ্ধি অর্জনের দৌড়ে এশিয়ার ২য় বাংলাদশ।"
এশিয়ান ডিভোলপমেন্ট ব্যাংক
কোটেশন কালেকশন - অন্যান্য
"যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট।"
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
"বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে।"
- প্রমথ চৌধুরী
"জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।"
- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
"শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না, কিন্তু তাঁকে সেই পথে যেতে বাধ্য করা হয়।"
- নওয়াজ শরীফ
![]() |
| কোটেশন কালেকশন |


0 Comments