শীকর বাংলা মডেল টেস্ট - মোহসীনা নাজিলা পিডিএফ
যারা জবের জন্য পড়াশোনা করেন তারা সবাই শীকর নামটা শুনে থাকবেন। প্রিলিমিনারি, রিটেন সব পরীক্ষার বাংলা ভাষা ও সাহিত্যের জন্য হাতে গোনা কয়েকটা পাবলিকেশন্স এর বই আছে। যার মধ্যে শীকর একটা এবং মানের দিক দিয়ে বাংলার ক্ষেত্রে সব চেয়ে ভালো এবং সাজানো গোছানো বই।
শীকর বাংলা ভাষা ও সাহিত্যের বই গুলো হল
প্রিলিমিনারির জন্য-
* শীকর বাংলা ভাষা ও সাহিত্য
* শীকর বাংলা প্রশ্ন পাঠ
শীকর বাংলা মডেল টেস্ট
লিখিত পরীক্ষার জন্য-
* শীকর বাংলা সাহিত্য পাঠ
শীকরের বই গুলোতে প্রচুর পরিমানে তথ্য দেওয়া থাকে। লিখিত এর জন্য বই দুটি খুব ভালো ভাবে লিখা হয়েছে। সেই ধারাবাহিকতায় বাজারে আসছে শীকর বাংলা মডেল টেস্ট বইটি। বইটির প্রশ্ন সাজানোর ধরন অনেক ভালো হয়েছে। শীকর বাংলা মডেল টেস্ট বইয়ে প্রশ্নের রিপিটেশন নাই। মডেল টেস্ট বইটি শেষ করলে বাংলার জন্য একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। নিচে শীকর বাংলা মডেল টেস্ট বইয়ের পিডিএফ দেওয়া হল। পড়ে ভালো লাগলে অবশ্যই একটা বই কিনে পড়বেন।
শীকর বাংলা মডেল টেস্ট - মোহসীনা নাজিলা পিডিএফ |
আরও দেখুন...



2 Comments
অভিযাত্রী বইটা কিভাবে পেতে পারি?
ReplyDeleteআমি ময়মনসিংহ ভালুকা উপজেলা তে আছি..
শীকর বাংলা মডেল টেস্ট এর বাকি 31 সেট pdf পেতে পারি ম্যাম ? প্লীজ যদি বাকি সেট এর pdf টা দিতেন খুব উপকার হত । খুব ভালো সেট তৈরি হয়েছে । কিন্তু 10 সেট মডেল পেয়েছি । বইটি ইন্ডিয়াতে কীভাবে কিনব ? প্লীজ রিপ্লাই দেবেন । ধন্যবাদ ।
ReplyDelete