BCS Intersection | বিসিএস ইন্টারসেকশন পিডিএফ ডাউনলোড

বিসিএস প্রিলি রিটেন ও ভাইভাতে কিছু কমন ট্রপিক থাকে। যে গুলোতে তিন ধাপেই প্রশ্ন আসে। যেমন সংবিধান - সংবিধান থেকে প্রিলি রিটেন ভাইভা সব জায়গায় প্রশ্ন করা হয়।এই কমন ট্রপিক গুলো নিয়ে প্রথম বই হল বিসিএস ইন্টারসেকশন। এই বইয়ে বিসিএস সিলেবাস অনুসারে সব গুলো কমন ট্রপিক বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বইটি বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য করে এমনভাবে লেখা হয়েছে যেন একই সাথে তার লিখিত ও ভাইভারও সর্বোচ্চ অংশ প্রিলির প্রস্তুতির সাথেই কাভার হয় আর লিখিত ও ভাইভায়ও এগিয়ে থাকা যায়।

বইটি কাজে লাগবে  বিসিএস / ব্যাংক সহ সকল প্রতিযোগীতামূলক পরীক্ষায়। এছাড়াও  দীর্ঘ সময়ে ঘরে বসে প্রিলি, লিখিত ও ভাইভার কমন প্রস্তুতি একসাথে নিতে চায় তাহলে , কোন ডাইজেস্ট বা উল্টা পাল্টা বই না পড়ে বিসিএস ইন্টারসেকশন বইটাই সবার আগে শেষ করা উচিত। যত প্রথম দিকের কাডার হয়েছেন প্রায় সবাই ই একই পরামর্শ দিয়েছেন যে প্রিলির সময়ে তারা লিখিত এর প্রস্তুতিও একসাথে নিয়েছেন। ফলে লিখিত ও ভাইভার পড়া থেকে যা-ই আসছে তা কেবল তারাই পেরেছে, আর বাকিরা শুধু ভেবেছে এইগুলা কোথা থেকে আসলো! প্রশ্নতো কঠিন হয়েছে৷

পড়ে দেখুন, ৪০-১০ম সকল বিসিএস  লিখিত প্রশ্নোত্তর এর পাশাপাশি, ১৫ বছরের নন ক্যাডারের সকল  লিখিত প্রশ্নোত্তর টপিক বেইজড, অধ্যায় ভিত্তিক করে সাজিয়েছি। বইটি অবশ্য সংগ্রহে থাকার মত বই।

এছাড়াও বইটিতে  ভাইভার জন্য রয়েছে অনেক চমক। বইটির পিডিএফ পড়ে ভালো লাগলে কিনে পড়ে নিবেন।
বিসিএস ইন্টারসেকশন
বিসিএস ইন্টারসেকশন




BCS Intersection |  বিসিএস ইন্টারসেকশন পিডিএফ ডাউনলোড

Post a Comment

1 Comments