সতর্ক থাকুন - একটু এদিক সেদিক হলেই ভুল করে ফেলবেন বা পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাবেন। বিভিন্ন নিয়োগ পরীক্ষা/বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা নিমোক্ত ৩টি প্রশ্ন একটু ভালভাবে লক্ষ্য করুন:

১। বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়?
(গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) : ১৭]
ক. মুজিবনগর
খ. কলকাতা
গ. চট্টগ্রাম
ঘ. আগরতলায় [উত্তর]

২। বাংলাদেশের প্রথম সরকার কোথায় গঠিত হয়?
[পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী : ১৩]
ক. ঢাকা
খ. মুজিবনগর [উত্তর]
গ. গােপালগঞ্জ
ঘ. যশাের

৩। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল-
[রাজশাহী বিশ্ববিদ্যালয় (এ ইউনিট : গ্রুপ এ-১) : ১৭-১৮/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (সুরমা, হেমন্ত) : ১০/ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (পদ্ম) : ০৯]
ক. ঢাকায়
খ. কোলকাতায়
গ. মেহেরপুরে [উত্তর]
ঘ. চট্টগ্রামে

#Point_Out: মনে রাখুন - মুজিবনগর সরকার তাজউদ্দিন আহমেদ ঘোষণা করেন আগরতলা থেকে। সুতরাং পরীক্ষায় প্রশ্নের অপশনে আগরতলা না থাকলে মুজিবনগর, মেহেরপুর উত্তর করবেন। তাই সবসময় বলি প্রশ্নের অপশনগুলো অবশ্যই ভালকরে লক্ষ্য করবেন নতুবা ভুল হয়ে যাবে।

বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? , বাংলাদেশের প্রথম সরকার কোথায় গঠিত হয়? , বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল
বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়?