নব নিযুক্ত প্রাইমারি সহকারী শিক্ষকদের অবশ্য করনীয়...



ফেব্রুয়ারি ১৬ তারিখ থেকে শুরু করে কয়েক ধাপে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্ন হচ্ছে। নব নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের কিছু কাজ অবশ্যই করতে হয়। যে কাজ গুলো করতে হবে তা নিচে দেওয়া হল।

১। পদায়ন পত্র সংগ্রহ 
জেলা শিক্ষা অফিসে যোগদান করে জেলা শিক্ষা অফিস থেকে আপনাকে কোন বিদ্যালয়ে পদায়ন দেওয়া হবে এ সংক্রান্ত পত্র সংগ্রহ করতে হবে।

২। উপজেলা শিক্ষা অফিসে যোগদানের জন্য আবেদন
উপজেলা শিক্ষা অফিসার বরাবর পদায়ন কৃত বিদ্যালয়ে যোগদানের নিমিত্তে আবেদন পত্র দিতে হবে দুই কপি। এই আবেদন পত্র নিশ্চিত করবে আপনি যোগদান করেছেন । উপজেলা শিক্ষা অফিসার অবেদন পত্র গ্রহন করে ডাকেট নাম্বার ,সিল সাক্ষর দিয়ে এক কপি রেখে দিবে আর এক কপি দিয়ে দিবে যা আপনি সংগ্রহ করবেন লাইফ টাইম।

৩। সহকারী শিক্ষক হিসাবে যোগদানের জন্য আবেদন
সহকারী শিক্ষক হিসাবে যোগদানের জন্য দুইটা আবেদন পত্র দিতে হবে স্কুলের প্রধান শিক্ষক বরাবর। প্রধান শিক্ষক সিল সাক্ষর দিলে সেটা ঊপজেলা শিক্ষা অফিসে নিয়ে এলাকা ভিত্তিক দায়িত্ব প্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার কতৃক সিল সাক্ষর করে এক কপি শিক্ষা অফিস জমা নিবে আর এক কপি নিজের কাছে রেখে দিতে হবে লাইফ টাইম।

৪। অনলাইনে শিক্ষক তথ্য প্রদান
অনলাইনে শিক্ষক তথ্য প্রদান খুব গুরুত্বপূর্ন। এ জন্য আপনাকে উপজেলা রিসোর্স সেন্টারে যেতে হবে। দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিকে অনলাইনে শিক্ষক তথ্য প্রদানের কথা বললে সে করে নিবে। তথ্য প্রদান করতে যা যা লাগবে...
*জাতীয় পরিচয় পত্র
* অনলাইন আবেদনের কপি
* সকল মূল সনদ পত্র
মুল সনদ পত্র স্ক্যান করে অধিদপ্তরে সংরক্ষনের জন্য প্রেরন করে দিবে। আপনার জন্য একটা প্রিন্ট কপি দিবে। যেটা ফোট কপি করে নিজের কাছে রাখবেন এবং স্কুলে এক কপি জমা দিবেন। অনলাইনে আপনার তথ্য আপডেট হলে তবেই আপনি ট্রেনিং এর জন্য উপজেলা থেকে ডাক পাবেন। এটা না করলে ট্রেনিং পাবেন না।

৫।ব্যাংক হিসাব খোলা
এই যে এত পরিশ্রম করছেন, টাকার জন্যই তো। ব্যাংক হিসাব না খুললে টাকা পাবেন না। ব্যাংক হিসাব খোলার জন্য আপনাকে জানতে হবে আপনার স্কুলের অন্য শিক্ষক কোন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। সে ব্যাংক থেকে আপনাকে হিসাব খোলার ফরম নিয়ে পরিচয় দান কারি এর জায়গায় উপজেলা শিক্ষা অফিসারের  সিল সাক্ষর নিতে হবে এবং দুই কপি ছবি সত্যায়িত করে নিতে হবে শিক্ষা অফিসার থেকে। যা যা লাগবে...

* সত্যায়িত ছবি দুই কপি
* জাতীয় পরিচয় পত্র
* নিয়োগ পত্র
* পদায়ন পত্র
* নমিনির ছবি এক কপি
* নমিনির জাতীয় পরিচয় পত্র
৬।পে ফিক্সেশন 
বেতন স্কেল সহ নিয়োগ কর্তা প্রদত্ত নিয়োগ পত্র এবং সব সার্টিফিকেট ও ব্যাংক হিসাব নিয়ে শিক্ষা অফিস থেকে  পে ফিক্সেশন করাতে হবে। পে ফিক্সেশন হয়ে গেলে ব্যাংক হিসাবে বেতন আসবে।

এই কাজ গুলো নব নিযুক্ত সহকারী শিক্ষদের করা অবশ্যক।

Post a Comment

1 Comments