![]() |
ভাইভা প্রস্তুতি |
১৪ মার্চ ২০২০ দুই মাস হয়ে গেছে বিপিএসসি - ৩ সহ অন্য অন্য কাগজ পত্র জমা দেওয়া হয়েছে। পিএসসি ৩৭ বিসিএস নন ক্যাডার, ৩৮ বিসিএস ভাইবা, ৪০ বিসিএস রিটেন এবং ৪১ বিসিএস সার্কুলার নিয়ে ব্যস্ত থাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ পরীক্ষার ভাইবা শুরু করে নাই। এখন মুটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছে পিএসসি। উড়ো খবর অনুসারে এপ্রিলের ১ম সাপ্তাহ থেকে শুরু হতে পারে ভাইভা।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ পরীক্ষার ভাইভাতে রাখা হয়েছে ৫০ নাম্বার। যা একটা বড় প্রার্থক্য গড়ে দিতে পারে। তাই ভাইভাতে ভাল করার জন্য দরকার ভাল প্রস্ততি। ভাইবা পরীক্ষা যতটা না উত্তর পারার পরীক্ষা তার চেয়ে বেশি দেখা হয় উত্তর কি ভাবে উপস্থাপন করলেন বা না পারলে বিষয়টা কি ভাবে হ্যান্ডেল করলেন ।
তার পরেও যেহুতু এক্সাম দিতে যেতে হবে, তাই কি প্রশ্ন হতে পারে বা প্রস্তুতি কেমন হতে পারে তা জানা দরকার। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদের জন্য ১২ টা বিষয়ের মানুষ ভাইবা দিবেন। বিষয় ভিত্তিক প্রস্তুতি আলাদা। যেটা নিয়ে পরে লিখবো। আজ ভাইবাতে সবার জন্য পালনীয় বা করনীয় দিক গুলো নিয়ে আলোচনা করব। প্রিপারেশন্স বিডি / Preparations BD এর সাথে থাকুন।
ভাইভা প্রস্তুতি - সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা প্রস্তুতি
# ভাইভা প্রস্তুতির খুব কমন কাজ গুলো
* ভাইভার দিন পরিধানের শার্ট প্যান্ট পরিষ্কার করে আয়রন করে রাখুন।
* প্রয়োজনীয় কাগজ পত্র আগের দিন সাজিয়ে রাখুন।
* ভাইবার আগের দিন রাতে পর্যাপ্ত ঘুমান। এত নিজেকে ফ্রেস মনে হবে।
* অন্তত ৩০ মিনিট আগে যেন অফিসে পৌছাতে পারেন সে ভাবে সময় নিয়ে বাসা থেকে বের হবেন।
* নম্র ভাবে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করবেন।
* পারলে উত্তর দিবেন না পারলে সরি বলুন কিন্তু বানিয়ে উত্তর বলতে যাবেন না।
* আসার সময় হলে নম্র ভাবে সালাম দিয়ে হাসি মুখে বিদয় নিন।
# ভাইভা বোর্ডের কমন কিছু প্রশ্ন ,যার উত্তর আগে থেকেই ভাল ভাবে যেনে নিন
* আপনার নাম কি?
* আপনার নামের অর্থ কী?
* নিজের সম্পর্কে কিছু বলুন?
* আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
* আপনার নিজের স্ট্রেন্থ/ উইকনেসগুলো কি কি বলে মনে করেন?
* আপনার জীবনের লক্ষ্য কি?
* আপনার জেলার নাম কী?
* আপনার জেলাটি বিখ্যাত কেন?
* আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন?
* আপনার জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন?
* আজ বাংলা কত তারিখ?
* আজ হিজরি তারিখ কত?
* আপনি কি কোনো দৈনিকপত্রিকা পড়েন?
* পত্রিকাটির সম্পাদকের নামকি?
* আপনার নিজের সম্পর্কেইংরেজিতে বলুন?
* আমাদের সম্পর্কে কিছু বলুন?
* আপনার শখ কি বা কি করতে ভালো লাগে?
* আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?
# অন্য যে বিষয় গুলো পড়তে হবেই
* বঙ্গবন্ধু
* মুক্তিযুদ্ধ
* বর্তমান সরকারের অর্জন
* সাম্প্রতিক ইস্যু
* নিজের পঠিত বিষয় {এটা নিয়ে সামনে লিখবো}
* যে বিষয়ের শিক্ষিক হওয়ার জন্য আবেদন করেছেন সে বিষয় নিয়ে পড়বেন।
* আপনার বিষয়ের সাথে জড়িত মাধ্যমিক ট্রপিক গুলো ভাল ভাবে পড়বেন।
পরবর্তী পর্বে কোন একটা বিষয়ের ভাইবা প্রস্তুতি নিয়ে আলোচনা করবো।
শেয়ার করে রাখুন পরবর্তীতে দেখার জন্য।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগর ভাইভা প্রস্তুতি সবার ভাল ভাবে নেওয়া হক সেই কামনা করি।


2 Comments
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভাইভা কবে হতে পারে
ReplyDeleteপ
ReplyDelete