Khairul's Basic Math PDF Download


Khairul's Basic Math PDF Download

বাজারে অনেক ম্যাথ বই আছে।কোনটা রেখে কোনটা কিনবেন?
অনেক সময় সমস্যায় পরে যেতে হয়, কোন বই ভালো কোন বই খারাপ এটা বুঝতে। তবে যে ম্যাথ বই গুলো বেশি প্রচলিত তার মাঝে একটা খাইরুল’স বেসিক ম্যাথ। যারা ম্যাথে অপেক্ষাকৃত দূর্বল তাদের জন্য খাইরুল’স বেসিক ম্যাথ বইটি খুব উপকারী। বইয়ে লেখক প্রতিটা অধ্যায়ে অংক গুলো ভেংগে আলোচনা করে বুঝাতে চেষ্টা করেছেন। আলোচনা অনেক বেশি জন্য যারা ম্যাথে একটু ভালো তাদের কাছে একটু কম সমাদৃত হলেও বইটা সবার জন্য উপকারী।

খাইরুল’স বেসিক ম্যাথ বইয়ে
  • ·       ম্যাথ গুলোকে প্রথমে তিন ভাগে ভাগ করা হয়েছে পাটিগণিত,বীজগণিত,জ্যামিতি
  • ·       প্রতিটা ভাগকে আলাদা করে প্রয়োজনীয় সংখ্যক অধ্যায়ে ভাগ করা হয়েছে।
  • ·       কঠিন ম্যাথের সাথে সহজ ব্যাখ্যা যোগ করা হয়েছে।
  • ·       চিত্র যোগ করা হয়েছে।
  • ·       একাধীক সমাধান দেওয়া হয়েছে।
  • ·       বিগত বছরের প্রচুর প্রশ্ন সমাধান দেওয়া হয়েছে।
  • ·       অধ্যায় শেষে অনুশীলন দেওয়া হয়েছে।


এ সকল কারনে খাইরুল’স বেসিক ম্যাথ বই পাঠক মহলে জায়গা করে নিয়েছে। ম্যাথ বই কেনার আগে আপনি পিডিএফ ডাউনলোড করে পড়ে ভালো লাগলে কিনতে পারেন। আশা করি এই ম্যাথ বইটি আপনি ম্যাথে দূর্বল হলে কাজে লাগবে।


Khairul's Basic Math PDF

Khairul's Basic Math PDF



Post a Comment

2 Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. বই এর পার্সওয়াড টা দিন

    ReplyDelete