ব্যাখ্যা সহ উত্তর
বাইরে বৃষ্টি পড়ছে। ঘরে বিদুৎ নাই। কাল তার পরীক্ষা।কার পরীক্ষা?
ক। বিদুৎ এর
খ। বৃষ্টি এর
গ। দুজনেরই
আমরা অনেকেই পড়ছে বানানের ড় কে ধরে বৃষ্টি উত্তর করি। কিন্তু সত্য কথা হল কাপড় পরা ব্যাতিত সব পড়া বানান হয় ড় দিয়ে। তাই পড়ার ড় এর সমস্যা গেল। তার পরেও বৃষ্টি উত্তর হতেই পারে। এবার আসি বিদুৎ এর দিকে। যদি বিদুৎ মানুষের নাম হয় তাইলে বিদুৎ উত্তর। কারন সে বাইরে গেলেও তার পরীক্ষা হতে পারে।
তাইলে কি উত্তর হবে দুজনেই কাল পরীক্ষা?
না, যদি দুজনেরই পরীক্ষা হত তাইলে সর্বনাম তার না বসে বহুবচনে তাদের বসতো।
তাইলে কার পরীক্ষা?
উত্তর বিদুৎ এর পরীক্ষা। বাংলা ব্যাকরণবিদদের মতে বাক্যে ব্যাবহার করা সর্বনাম তার ঠিক আগের বাক্যের নাম পদকে নির্দেশ করে। আর ঠিক আগের বাক্যের নাম পদ বিদুৎ। তাই উত্তর বিদুৎ।


1 Comments
you are right
ReplyDelete